সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পেলেন নতুন সুখবর। এবার থেকে তাঁদের পদ গেজেটেড হিসেবে গণ্য হবে। বুধবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাইয়ের স্মারক নং-৮৩২-ইডিএন অনুসারে ‘সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা’ পদটি সংশ্লিষ্ট তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে এ পদধারীরা গেজেটেড মর্যাদা পাবেন এবং বর্ধিত বেতন সুবিধা প্রাপ্ত হবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন নীতিমালা অনুযায়ী:
-
দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি অগ্রিম বর্ধিত বেতন পাবেন
-
প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুটি অগ্রিম বর্ধিত বেতন পাবেন
এই আদেশ ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর বলে বিবেচিত হবে।
এছাড়া, প্রজ্ঞাপনটির একটি অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।