Ridge Bangla

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইএমবিএ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ‘এক্সিকিউটিভ এমবিএ (EMBA)’ প্রোগ্রামের ফল ২০২৫ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রোগ্রামটি বিভিন্ন খাতের পেশাজীবীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

আবেদনের যোগ্যতা:
– যেকোনো পাবলিক, প্রাইভেট, জাতীয় অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি অনার্স অথবা তিন বছর মেয়াদি ডিগ্রি পাস কোর্স
– সিজিপিএ ন্যূনতম ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি (সনাতনী পদ্ধতির ক্ষেত্রে)

আবেদন সংক্রান্ত তথ্য:
– শেষ তারিখ: ১৪ জুন ২০২৫
– আবেদন লিংক: fbs-du.com/admission
– আবেদন ফি: ২৫০০ টাকা (বিকাশে প্রদানযোগ্য)
– এডমিট কার্ড ডাউনলোড: ১৪–১৯ জুন ২০২৫
– ভর্তি পরীক্ষা: ২০ জুন ২০২৫, সকাল ১০টা

কোর্স বিবরণী:
– সময়কাল: প্রায় ১৮ মাস (কোর্স সংখ্যাভেদে ভিন্ন হতে পারে)
– মোট ক্রেডিট: ৪৮
– মেজর বিভাগ: ৯টি
– সীট সংখ্যা: ৪৫০ (সর্বশেষ ইনটেক অনুযায়ী)
– মোট খরচ: আনুমানিক ২.৮২ লাখ টাকা

প্রতি সেমিস্টারে সম্ভাব্য খরচ (৪টি কোর্স গ্রহণের ক্ষেত্রে):
১ম সেমিস্টার: ৭৯,৫০০ টাকা (কোর্স + ভর্তি + সেমিস্টার ফি)
২য়, ৩য় ও ৪র্থ সেমিস্টার: প্রতি সেমিস্টারে ৬৭,৫০০ টাকা করে

অতিরিক্ত তথ্য:
– প্রতি সেমিস্টারে সর্বনিম্ন ২টি ও সর্বোচ্চ ৪টি কোর্স গ্রহণ করা যাবে
– জব এক্সপেরিয়েন্স না থাকলেও আবেদন করা যাবে, তবে চাকরিরতরা অগ্রাধিকার পাবেন

ভর্তি পরীক্ষার ফরম্যাট:
মোট নম্বর: ৮০ (রিটেন ২৫ + এমসিকিউ ৫৫)
এমসিকিউ বিষয়:

  • ইংরেজি গ্রামার: ২০

  • জেনারেল নলেজ: ১৫

  • জেনারেল ম্যাথ: ১৫

  • লজিক্যাল রিজনিং: ৫

রিটেন অংশ:

  • বিজনেস-রিলেটেড প্যারাগ্রাফ: ১০

  • বাংলা থেকে ইংরেজি অনুবাদ: ৫

  • ইংরেজি থেকে বাংলা অনুবাদ: ৫

  • বিজনেস শর্ট নোট: ৫

ভাইভা: একই দিনে ৫ নম্বরের মৌখিক পরীক্ষা

ফাইনাল নম্বর হিসাব (১০০-এর মধ্যে):
– লিখিত ও এমসিকিউ: ৮০
– ভাইভা: ৫
– শিক্ষাগত যোগ্যতা: ৫ (মাস্টার্সধারীরা পূর্ণ নম্বর পাবেন)
– চাকরির অভিজ্ঞতা: সর্বোচ্চ ১০ (৩ বছরের বেশি অভিজ্ঞতায় বাড়তি নম্বর)

আরো পড়ুন