Ridge Bangla

দেশব্যাপী ৩১ শব্দদূষণবিরোধী অভিযান, জব্দ ২৬৫ হাইড্রোলিক হর্ন

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে বুধবার (৩০ এপ্রিল) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এদিন ৩১টি জেলার ভিন্ন ভিন্ন স্থানে পরিচালিত অভিযানে মোট ১৬৮টি মামলার মাধ্যমে ১ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় এবং ২৬৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুযায়ী এই মোবাইল কোর্টগুলো পিরোজপুর, পঞ্চগড়, নোয়াখালী, মানিকগঞ্জ, রংপুর, সুনামগঞ্জ, বাগেরহাট, শেরপুর, নওগাঁ, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও, শরীয়তপুর, যশোর, কুড়িগ্রাম, গাজীপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুমিল্লা, মাগুরা, বান্দরবান, ঝিনাইদহ, গোপালগঞ্জ, বরগুনা, নাটোর, দিনাজপুর, সিলেট, নরসিংদী, খুলনা, চুয়াডাঙ্গা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় পরিচালিত হয়। রাজধানীর মানিক মিয়া এভিনিউতেও দিবসটি উদযাপন করা হয়।

একই দিনে ঢাকা মহানগরের মানিক মিয়া অ্যাভিনিউ ও শেরে বাংলা নগরে ধোঁয়া নির্গমনকারী পরিবহনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে ৯টি মামলায় ২৯ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮ জন চালককে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী গাজীপুরে একটি মোবাইল কোর্ট পরিচালনায় এক মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা আদায় ও একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী চাঁদপুর, সুনামগঞ্জ, পিরোজপুর ও ফেনীতে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিচালিত ৫টি মোবাইল কোর্টে ৯টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ৩৮৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দোকান মালিক ও জনসাধারণকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়।

পাবনা, ময়মনসিংহ ও লক্ষ্মীপুর জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত ৩টি মোবাইল কোর্ট অভিযানে ১২টি মামলায় মোট ১৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৬টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন