Ridge Bangla

লাইসেন্স কাঠামো ও নেটওয়ার্ক ব্যবস্থায় সংস্কার আনছে বিটিআরসি

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে দীর্ঘদিনের জটিল লাইসেন্সিং কাঠামো বিলুপ্ত করে একটি আধুনিক, প্রযুক্তি-নিরপেক্ষ ও সহজ কাঠামো চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রকাশিত ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং ব্যবস্থার সংস্কার নীতিমালা-২০২৫’ এর খসড়ায় এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়।

বিটিআরসি জানিয়েছে, বর্তমান লাইসেন্সিং ব্যবস্থায় জটিলতা, পুনরাবৃত্তি, অধিক খরচ এবং সীমিত প্রতিযোগিতার কারণে বিদেশি বিনিয়োগকারীরা অনাগ্রহী হয়ে পড়েন। একইসঙ্গে ছোট ও মাঝারি উদ্যোক্তারাও নিয়ন্ত্রক জটিলতায় পড়ে ভোগান্তির শিকার হন।

নতুন খসড়ায় লাইসেন্স কাঠামোকে তিনটি মূল ক্যাটাগরিতে সরলীকরণ করা হয়েছে:

  1. অ্যাকসেস নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার (ANSP)

  2. ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার (NICSP)

  3. ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার (ICSP)

এছাড়াও স্থানীয় পর্যায়ের সেবাদাতাদের জন্য এনলিস্টমেন্ট ভিত্তিক দুটি নতুন বিভাগ যুক্ত করার প্রস্তাব করা হয়েছে:

  • স্মল আইএসপি সার্ভিস

  • স্মল টেলিকম সার্ভিস

এই সংস্কারের ফলে বিনিয়োগকারীদের জন্য সেবায় প্রবেশের পথ সহজ হবে, উদ্যোক্তারা সুবিধা পাবেন এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে টেলিকম খাত আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে বলে মনে করছে বিটিআরসি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন