Ridge Bangla

জুলাই আন্দোলনে গুলি, ঢালিউডের ১৭ জনের বিরুদ্ধে মামলা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ মোট ১৭ জন তারকার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সময় ঢাকার ভাটারা এলাকায় গুলির ঘটনায় একজন আহত হন।

এনামুল হক নামের এক ব্যক্তি সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন। তার অভিযোগ, আন্দোলন দমন করতে অভিযুক্তদের অর্থ সহায়তায় পরিচালিত গুলিতে তিনি আহত হন এবং রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যান।

মামলার নথিতে দাবি করা হয়েছে, অভিযুক্ত তারকারা ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে বিপুল অর্থ সরবরাহ করেছিলেন, যার মাধ্যমে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালানো হয়। সেই ঘটনার অংশ হিসেবেই উল্লেখ করা হয়েছে ভাটারায় গুলির ঘটনাটি।

মামলায় শুধু ১৭ জন শিল্পী নয়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তাঁর সরকারের ২৮৩ জন কর্মকর্তা ও কর্মী এবং অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকেও আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ থাকা তারকারা হলেন: নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিম প্রমুখ।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানিয়েছেন, আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে।

এই মামলার প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো অভিযুক্ত তারকার পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন