Ridge Bangla

টঙ্গীতে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে কারখানা বন্ধ ঘোষণা, আহত ১৫

গাজীপুরের টঙ্গীর চেরাগালী এলাকায় যমুনা অ্যাপারেলস লিমিটেড কারখানার নিয়মিত ও ছাঁটাইকৃত শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং পরে যৌথ বাহিনী সতর্ক অবস্থানে নেয়। কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতির অবনতি বিবেচনায় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে প্রায় ২,০০০ শ্রমিক কাজ করতেন। চলতি মাসের ২২ তারিখে কর্তৃপক্ষ ১১৪ জন শ্রমিককে ছাঁটাই করে এবং তাদের পাওনা পরিশোধ করে দেয়। এরপর থেকে নিয়মিত শ্রমিকরা ছাঁটাইকৃতদের পুনর্বহালের দাবিতে আন্দোলন করছিলেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে কিছু শ্রমিক কাজে যোগ দিতে গেলে ছাঁটাইকৃতদের বাধার মুখে পড়েন। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হন অন্তত ১৫ জন।

আহতদের মধ্যে রুহুল আমিন (৫০), ফাহিমা (৩০), বাদল হোসেন (৪৫), আশরাফুল আলম (২৫), অজয় কর (৪৮), রুমা (২৬), শাহাদাত (৪০) ও বিতরাণী সাহা (৪০) টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর শ্রমিকদের একটি অংশ টঙ্গী পূর্ব থানার সামনে অবস্থান নিয়ে বিচার দাবি করে।

টঙ্গী জোনের পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন জানান, “শ্রমিকদের ছত্রভঙ্গ করতে দুটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। তবে কারখানাটি সাময়িক বন্ধের বিষয়ে একটি নোটিশ কারখানায় টানানো হয়েছে।

আরো পড়ুন