Ridge Bangla

সাকিবের রেকর্ড ভেঙে বিশ্বসেরাদের কাতারে এখন মেহেদী হাসান মিরাজ

সিলেট টেস্টে দল হারলেও বল হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর চট্টগ্রামে ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে অলরাউন্ডার হিসেবে নিজের কার্যকারিতা আবারও প্রমাণ করেছেন এই তারকা ক্রিকেটার।

সিলেটে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে শেষ ৫ উইকেট একাই তুলে নেন মিরাজ। দ্বিতীয় ইনিংসেও শুরুতেই আঘাত হানেন তিনি। ওই ম্যাচেই ক্যারিয়ারের ৫২তম টেস্টে এসে পূর্ণ করেন ২০০ উইকেটের মাইলফলক। এরপর চট্টগ্রামে ৫৩তম টেস্টে করে ফেলেন ২০০০ রান।

সাকিব আল হাসান এই দুই মাইলফলক ছুঁয়েছিলেন ৩১ ও ৫৪তম টেস্টে। অর্থাৎ রান মিরাজের দেরিতে এলেও উইকেটের দিক থেকে তিনি এগিয়ে থাকলেন।

টেস্ট ইতিহাসে একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়ার ঘটনা আছে মাত্র ৩৯টি। এর মধ্যে বাংলাদেশের হয়ে এমন কীর্তি গড়েছেন মাত্র ৩ জন: সাকিব আল হাসান (২ বার), সোহাগ গাজী এবং সর্বশেষ মেহেদী হাসান মিরাজ।

সাকিব ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে এবং ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই অর্জন করেন। সোহাগ গাজী ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১০১ রান এবং ৬ উইকেট শিকার করেছিলেন।

চট্টগ্রামে সদ্য শেষ হওয়া টেস্টে মিরাজ ব্যাট হাতে ১০৪ রান এবং বল হাতে ৫ উইকেট নিয়ে ১১ বছর পর আবারও বাংলাদেশকে এই দুর্লভ রেকর্ডের সাক্ষী করালেন। তার অলরাউন্ড পারফরম্যান্সে সিলেট টেস্টে হারার পর চট্টগ্রামে বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জিতে সিরিজ ১-১ সমতায় ফিরিয়ে আনে।

দ্রুততম ২০০০ রান ও ২০০ উইকেট টেস্টে:

  • ইয়ান বোথাম (ইংল্যান্ড) – ৪২ টেস্ট

  • ইমরান খান (পাকিস্তান) – ৫০ টেস্ট

  • কপিল দেব (ভারত) – ৫০ টেস্ট

  • রবিচন্দ্রন অশ্বিন (ভারত) – ৫১ টেস্ট

  • রবীন্দ্র জাদেজা (ভারত) – ৫৩ টেস্ট

  • মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ) – ৫৩ টেস্ট

আরো পড়ুন