২০১৬ সালে মাত্র ৫ বছর বয়সে আইপিএল দেখতে বাবার কোলে মাঠে গিয়েছিলেন বৈভব সূর্যবংশী। সেই ছোট্ট বৈভবই এখন ২০২৫ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ কাঁপিয়ে ইতিহাস গড়েছেন।
২০১৬ সালে বৈভব মাঠে গিয়ে আইপিএলের যে দলকে সমর্থন করতেন, সেটি ছিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। গালে লেখা ছিল দলের নাম, মাথায় বাঁধা ছিল দলের ফেট্টি, পরনে ছিল সেই দলের জার্সি। যদিও সেই দল এখন আর আইপিএলে নেই—মাত্র দুই বছরের জন্যই তারা টুর্নামেন্টে অংশ নেয়। দলটির মালিক ছিলেন সঞ্জীব গোয়েন্কা, যিনি বর্তমানে লখনউ সুপার জায়ান্টসের মালিক।
এবার আইপিএলের নিলামে রাজস্থান রয়্যালস দলে ভিড়িয়ে নেয় বৈভবকে। আর সেই দলের হয়েই নিজের প্রথম আইপিএল সিজনে ৩৫ বলে ঝড়ো সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন এই তরুণ ব্যাটার।
সঞ্জীব গোয়েন্কা নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে ২০১৬ সালের বৈভবের সেই পুরোনো ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, “অবাক হয়ে কাল রাতে খেলা দেখছিলাম। সকালে এই ছবিটি দেখতে পেলাম। বৈভব আমার দলকে সমর্থন করছিল। ২০১৬ সালে রাইজিং পুণে সুপারজায়ান্টসের জন্য গলা ফাটিয়েছিল ও। অনেক শুভেচ্ছা বৈভবের জন্য। এমন প্রতিভা, আত্মবিশ্বাসকে স্যালুট। ৩৫ বলে অসাধারণ শতরান।”
ছোটবেলার সেই স্মৃতিকে ছাড়িয়ে গিয়ে এখন আইপিএলের আসরে নিজের জায়গা করে নিয়েছেন বৈভব। তার এই পথচলা অনুপ্রেরণা হয়ে থাকল লাখো তরুণ ক্রিকেটারের জন্য।