Ridge Bangla

তিন খুনের অভিযোগে সুইডেনে ১৬ বছরের কিশোর আটক

সুইডেনের উপসালা শহরে তিনজনকে গুলি করে হত্যার সন্দেহে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার স্টকহোম থেকে প্রায় ৪৫ মাইল উত্তরে অবস্থিত বিশ্ববিদ্যালয় শহর উপসালার একটি হেয়ার সেলুনে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি একটি বিচ্ছিন্ন হামলা বলে ধারণা করা হচ্ছে এবং এর কোনো সংযোগ নেই শহরে অনুষ্ঠিতব্য বার্ষিক ভালবর্গ উৎসবের সঙ্গে। ভালবর্গ সুইডেনের ঐতিহ্যবাহী বনফায়ার উৎসব, যা বসন্তকে স্বাগত জানাতে উদযাপন করা হয়।

সুইডিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজনের সংঘবদ্ধ গ্যাং অপরাধের সঙ্গে সম্পৃক্ততা ছিল, তবে পুলিশ এখনো এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।

দেশটির সরকার কিশোর গ্যাং অপরাধ মোকাবিলায় সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। দীর্ঘদিন ধরে সুইডেন কিশোর গ্যাং সহিংসতায় ভুগছে। অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে প্রচলিত অস্ত্র আইনকে দায়ী করা হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে স্টকহোমের পশ্চিমে অবস্থিত ওরেব্রোর একটি শিক্ষা কেন্দ্রে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হওয়ার ঘটনার পর সুইডেন সরকার অস্ত্র আইন কঠোর করার ঘোষণা দেয়।

আরো পড়ুন