Ridge Bangla

বায়ার্ন মিউনিখের শিরোপা জয়ের অপেক্ষা বাড়িয়ে দিল লেভারকুজেন

বুন্দেসলিগায় নিজেদের ম্যাচে জিতলে এবং বায়ার লেভারকুজেন ড্র করলে কিংবা হারলে শিরোপা নিশ্চিত হতো বায়ার্ন মিউনিখের। তবে এই দুটি সমীকরণই মিলেনি। ফলে চলমান আসরে জার্মান বুন্দেসলিগার শিরোপা জয়ের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বাভারিয়ান জায়ান্টদের।

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার মাইন্সকে ৩-০ গোলে হারায় বায়ার্ন। একই সময়ে আরেক ম্যাচে আউক্সবুর্ককে ২-০ গোলে হারায় লেভারকুজেন।

বায়ার্নের হয়ে গোল করেন লেরয় সানে, মাইকেল ওলিসে ও এরিক ডায়ার। লেভারকুজেনের পক্ষে জাল খুঁজে নেন পাত্রিক শিক ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।

৩১ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দলের ব্যবধান এখনও ৮ পয়েন্ট। ২৩ জয় ও ৬ ড্রয়ে বায়ার্নের পয়েন্ট ৭৫। ১৯ জয় ও ১০ ড্রয়ে লেভারকুজেনের পয়েন্ট ৬৭।

এই ম্যাচে লেভারকুজেন জিততে ব্যর্থ হলে জার্মানির শীর্ষ লিগে রেকর্ড ৩৪তম শিরোপা জিতে ফেলত বায়ার্ন মিউনিখ। সেক্ষেত্রে ইংলিশ তারকা হ্যারি কেইনের দীর্ঘদিনের ট্রফি খরাও কাটত।

হ্যারি কেইন ইংল্যান্ড জাতীয় দল এবং ক্লাব টটেনহ্যাম হটস্পারের হয়ে রেকর্ড গোলদাতা হলেও এখনো কোনো শিরোপা জিততে পারেননি। বায়ার্নের হয়ে এই মৌসুমে দুর্দান্ত খেললেও শনিবার প্রথমার্ধে হলুদ কার্ড দেখেন তিনি, যা চলতি লিগে তার পঞ্চম। ফলে লিগের পরবর্তী ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না।

পরবর্তী ম্যাচে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ হবে আরবি লাইপজিগ। সেই ম্যাচেই শিরোপা জয়ের সম্ভাবনা থাকলেও হ্যারি কেইনের অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হতে পারে।

আরো পড়ুন