Ridge Bangla

মেজাজ হারালেন মাহমুদউল্লাহ, তেড়ে গেলেন গ্যালারিতে

আবাহনী-মোহামেডান ম্যাচে আবাহনীর কাছে ৬ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করেছে মাহমুদউল্লাহ রিয়াদের মোহামেডান। ম্যাচ শেষে দর্শকদের দুয়ো শুনে একপর্যায়ে মেজাজ হারিয়ে ফেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ড্রেসিংরুমে ফেরার পথে হঠাৎ করে গ্র্যান্ডস্ট্যান্ড গ্যালারির দিকে তেড়ে যান মাহমুদউল্লাহ। পরে মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন তাকে সেখান থেকে সরিয়ে আনেন।

দুই দলের মধ্যকার এই ম্যাচটিকে অলিখিত ফাইনাল বলা হচ্ছিল। প্রায় দেড় দশক ধরে ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপার দেখা পাচ্ছে না মোহামেডান। দীর্ঘ প্রতীক্ষার পর এবার তারা শিরোপার একেবারে কাছাকাছি গিয়েছিল, কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে যায়।

মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচে মোহামেডান প্রথমে ব্যাট করে মাহমুদউল্লাহ ও আরিফুল হকের জোড়া ফিফটিতে ৭ উইকেটে তোলে ২৪০ রান। জবাবে ব্যাট করতে নেমে আবাহনী শুরুতে কিছুটা চাপে থাকলেও মোহাম্মদ মিঠুনের অপরাজিত ৬৬ এবং অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ৬৫ বলে অপরাজিত ৭৮ রানে ভর করে ৯ ওভার ২ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় নিশ্চিত করে।

ম্যাচ শেষে যখন দুই দলের খেলোয়াড়রা হাত মেলাচ্ছিলেন, তখন মাহমুদউল্লাহ ড্রেসিংরুমে ফেরার পথে দর্শকদের কারও কথায় প্রতিক্রিয়া দেখান এবং গ্যালারির দিকে রওনা হন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে তা বড় ধরনের অপ্রীতিকর ঘটনায় রূপ নেয়নি।

আরো পড়ুন