জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এ মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি জানান, “সাবেক মন্ত্রী মোজাম্মেল হক জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১০ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ৪২৭ টাকার সম্পদ অর্জন করে তা নিজের দখলে রেখেছেন। এছাড়া, তার ও তার প্রতিষ্ঠানের নামে পরিচালিত তিনটি ব্যাংক অ্যাকাউন্টে মোট ৮ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ১১৪ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।”
এছাড়াও, আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
গত ৫ আগস্ট ২০২৪, দেশে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই মোজাম্মেল হক পলাতক। ওই সময় সংঘটিত ছাত্র-জনতা হত্যা ও সহিংসতা মামলায় তিনি অন্যতম আসামি হিসেবেও নামযুক্ত রয়েছেন। দুদক সূত্রে আরও জানা যায়, দীর্ঘ অনুসন্ধান শেষে মোজাম্মেল হকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির যথেষ্ট প্রমাণ পাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।