Ridge Bangla

সেনাবাহিনীকে কড়া অ্যাকশনের নির্দেশ দিলেন মোদি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর চালানো প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর কড়া অবস্থান নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হামলার জবাবে প্রতিরক্ষা বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়ে যেকোনো প্রয়োজনীয় ‘অ্যাকশন’ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে মোদি এই নির্দেশনা দেন বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিফ অব স্টাফ জেনারেল অনিল চৌহান।

প্রধানমন্ত্রী মোদি বলেন, সন্ত্রাসবাদ দমন করা আমাদের জাতীয় অঙ্গীকার। এই লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রতি রয়েছে আমার সম্পূর্ণ আস্থা।

পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সিসিএস (ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি) এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, সড়ক পরিবহন মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী।

আরো পড়ুন