বাংলাদেশ পুলিশের জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কেনাকাটায় মোট ব্যয় হবে ১৭২ কোটি টাকা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন।
সূত্র জানায়, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থান ও পরবর্তী ঘটনাগুলোতে পুলিশের বহু যানবাহন পুড়ে যায় বা মেরামতের অযোগ্য হয়ে পড়ে। দেশের ৬৩৯টি থানার মধ্যে ৪৬০টি থানায় এবং অন্যান্য পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুলিশের যানবাহনের বড় ধরনের ক্ষতি হয়।
আইন-শৃঙ্খলা রক্ষা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এখন জরুরি ভিত্তিতে নতুন পিকআপ কেনার প্রয়োজন দেখা দিয়েছে। এ অবস্থায় চলতি ২০২৪-২৫ অর্থবছরে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনার প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি।