Ridge Bangla

বুয়েটের নকশায় ঢাকায় আসছে নিরাপদ ব্যাটারিচালিত রিকশা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের একটি দল নিরাপদ ব্যাটারিচালিত রিকশার নতুন নকশা তৈরি করেছে। অধ্যাপক মো. এহসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল ২০২২ সাল থেকে এই প্রকল্পে কাজ করে সফলভাবে মডেলটি তৈরি করেছে। নতুন রিকশা মডেলটি দেখতে প্রচলিত ব্যাটারিচালিত রিকশার মতো হলেও এর নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, নতুন রিকশার চলাচলে অনুমতি দেওয়া হবে এবং পর্যায়ক্রমে পুরোনো রিকশাগুলো সরিয়ে নেওয়া হবে।

নতুন রিকশার বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে—হাইড্রোলিক ডিস্ক ব্রেক, পার্কিং ব্রেক, লুকিং গ্লাস, ইন্ডিকেটর, ছাউনি, কাচের উইন্ডশিল্ড এবং উন্নত মানের হেডলাইট। এর দৈর্ঘ্য ৩.২ মিটার, প্রস্থ ১.৫ মিটার ও উচ্চতা ২.১ মিটার। এটি ৩২৫ থেকে ৪২৫ কেজি পর্যন্ত ওজন বহনে সক্ষম।

প্রতিটি রিকশার ব্যয় হবে আনুমানিক দেড় লাখ টাকা। একবার পূর্ণ চার্জ দিলে এটি প্রায় ১২০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে এবং দেড় বছর পরপর ব্যাটারি পরিবর্তন করতে হবে। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে, তবে উন্নত ব্রেকিং ব্যবস্থার কারণে এটি নিরাপদ থাকবে।

ডিএনসিসি শিগগিরই রিকশা চালকদের প্রশিক্ষণ ও নিবন্ধন কার্যক্রম শুরু করবে। রিকশার চলাচলের নির্দিষ্ট এলাকা ও ভাড়ার হার সরকারিভাবে নির্ধারণ করা হবে।

আরো পড়ুন