ভিয়েতনাম থেকে বাংলাদেশে এসেছে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল। সোমবার (২৮ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিয়েতনামের হাইফং বন্দর থেকে ‘এমভি থাই বিন ০৯’ নামের একটি জাহাজে করে চালের চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “চালের গুণগত মান নিশ্চিত করতে জাহাজ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় ইতোমধ্যে চাল খালাসের কাজও শুরু হয়ে গেছে।”
প্রসঙ্গত, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বাক্ষরিত হয় জি-টু-জি (সরকার থেকে সরকার) চুক্তি। ওই চুক্তির আওতায় বাংলাদেশ মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত নেয়।
চালের চালান আসা প্রসঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, “চুক্তি অনুযায়ী চাল সরবরাহ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখন দ্রুত দেশের অভ্যন্তরে চাল বিতরণের কার্যক্রম শুরু করা হবে, যাতে দেশের বাজারে চালের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখা যায়।”
চট্টগ্রাম বন্দরে পৌঁছানো চালের এই চালান দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।