Ridge Bangla

ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে মে মাসে ইউক্রেনের সঙ্গে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিন জানিয়েছে, ৭২ ঘণ্টার এই যুদ্ধবিরতি ৮ মে’র শুরু থেকে ১০ মে’র শেষ পর্যন্ত চলবে এবং ইউক্রেনকেও এটি মানতে আহ্বান জানানো হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে সব ধরনের যুদ্ধ বন্ধ থাকবে। ইউক্রেনও এই যুদ্ধবিরতি মেনে নেবে বলে আশা করছে রাশিয়া।

একইসঙ্গে ক্রেমলিন ইউক্রেনকে হুঁশিয়ার করে বলেছে, যদি ইউক্রেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে রুশ সশস্ত্র বাহিনী কার্যকর জবাব দেবে।

তবে পুতিনের এই ঘোষণার প্রতিক্রিয়ায় ইউক্রেন মাসব্যাপী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র সচিব আন্দ্রি সিবিহা এক প্রতিক্রিয়ায় বলেছেন, তিন দিনের জন্য নয়, বরং এক মাসের জন্য এখনই যুদ্ধ থামানো যেতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, যেকোনো তারিখে ৩০ দিনের জন্য যুদ্ধ থামানো সম্ভব। প্যারেডের (বিজয় উৎসব) জন্য অপেক্ষা কেন?

তিনি আরও বলেন, ইউক্রেন একটি স্থায়ী, টেকসই এবং পূর্ণ যুদ্ধবিরতিতে সমর্থন দিতে প্রস্তুত রয়েছে। আর এটাই তারা বারবার প্রস্তাব করে যাচ্ছে, সেটা ৩০ দিনের জন্য হলেও হবে।

মার্কিন প্রশাসন যুদ্ধবিরতির পক্ষে কাজ করবে না এমন ঘোষণার পর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। যুদ্ধবিরতির শর্তে এখনো কোনো পক্ষই একমত হতে পারেনি। ইউরোপীয় মিত্র দেশগুলো এখনো ইউক্রেনকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। ফলে যুদ্ধক্ষেত্র আরও বিধ্বংসী হয়ে উঠছে।

আরো পড়ুন