Ridge Bangla

নির্বাচনের রোডম্যাপ চান মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সংস্কার কী, আমি বুঝি না। আমি বুঝি গণতন্ত্র, আমি বুঝি মানুষের অধিকার।” তিনি বলেন, ড. ইউনূসের সরকারের প্রধান দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এই সরকারকে সবাই মিলে আমরা নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্ব দিয়েছি।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণসংযোগকালে এক পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “অধ্যাপক ইউনূস একজন জ্ঞানী ব্যক্তি এবং নোবেলজয়ী হলেও তিনি রাজনীতিবিদ নন। গত ১৫ বছরে দেশের মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন একটা সুযোগ এসেছে। দেশের স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে দ্রুত নির্বাচন আয়োজন করা আপনাদের দায়িত্ব। সংস্কারের পাশাপাশি নির্বাচনও জরুরি। তাই অতিদ্রুত সঠিক দিনক্ষণ ও একটি পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করুন। এ দেশের মানুষ তাদের নিজেদের নির্বাচিত সরকার দেখতে চায়।”

বর্তমানে সংসদে কোনো জনপ্রতিনিধি না থাকায় সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, “সংস্কারও হোক, নির্বাচনের ব্যবস্থাও হোক।”

এ সময় মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “মানুষকে সাহায্য করার বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই। তবে এটি হতে হবে জনগণের সম্মতি নিয়ে। আমরা আরেকটি গাজার মতো অবস্থা চাই না। আমরা কোনো যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। এখন রোহিঙ্গা সমস্যা সামাল দিচ্ছি, নতুন করে আর সংকটে পড়তে চাই না।”

তিনি আরও বলেন, “অনেক নির্যাতন, রক্তপাত হয়েছে। এখন সময় প্রতিহিংসা ভুলে সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরো পড়ুন