মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত হতে চলেছে বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। শুরু থেকেই সিনেমাটি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা। নির্মাতারা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের দিওয়ালির সময় মুক্তি পাবে এই বহুল আলোচিত ছবি।
‘রামায়ণ’ পরিচালনা করছেন ‘চিল্লার পার্টি’ ও ‘দঙ্গল’ খ্যাত নির্মাতা নীতেশ তিওয়ারি। গত বছর একটি পোস্টার প্রকাশ করে নির্মাতারা ঘোষণা দিয়েছিলেন, সিনেমার প্রথম অংশ মুক্তি পাবে ২০২৬ সালে, আর দ্বিতীয় অংশ আসবে ২০২৭ সালের দিওয়ালিতে।
বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ বছরের ১ থেকে ৪ মে পর্যন্ত আয়োজিত প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (WAVES Summit)-এ ‘রামায়ণ’ টিম দারুণ কিছু ঘোষণা করতে চলেছে।
একজন আয়োজক জানান, “এই সামিটে ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আর এখানে ‘রামায়ণ’-এর নতুন পোস্টার বা হয়তো একটি ছোট ভিডিও প্রকাশ করা হতে পারে। পরিকল্পনা চূড়ান্তের পথে রয়েছে।”
এর আগে ২০২৪ সালের রামনবমীর দিন বড় কোনো ঘোষণা আসার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাই এবার সামিটে কিছু বড় চমক আসবে বলেই আশা করছেন সবাই।
এদিকে, সিনেমার তারকাদের লাইনআপ শুনলেই বোঝা যায় এই প্রজেক্ট কতটা বড় মাপের। রামের ভূমিকায় অভিনয় করছেন বলিউডের তারকা রণবীর কাপুর, সীতার চরিত্রে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে, আর রাবণের চরিত্রে থাকছেন কেজিএফ তারকা যশ। আর সবচেয়ে বড় চমক, হনুমানের চরিত্রে অভিনয় করছেন বলিউডের অ্যাকশন হিরো সানি দেওল।
রণবীর কাপুরের প্রস্তুতি নিয়েও রয়েছে আলাদা আলোচনা। রামের চরিত্রে নিজেকে মানিয়ে নিতে তিনি জীবনে বড় পরিবর্তন এনেছেন। নিজের খাদ্যাভ্যাস বদলে ফেলেছেন, মাংস খাওয়া একেবারে ছেড়ে দিয়ে নিরামিষ খাবার খেতে শুরু করেছেন।
একজন ঘনিষ্ঠ সূত্র বলেন, “রণবীর চরিত্রের প্রতি এতটাই শ্রদ্ধাশীল যে, চরিত্রে ঢুকতে গিয়ে পুরো জীবনধারাতেই পরিবর্তন এনেছেন।”
সব মিলিয়ে বলা যায়, ‘রামায়ণ’ সিনেমাটি শুধু আরেকটি বড় বাজেটের ছবি নয়, এটি হতে যাচ্ছে আবেগ, ঐতিহ্য আর আধুনিক সিনেমা নির্মাণের এক অনন্য মেলবন্ধন। এখন শুধু অপেক্ষা, মে মাসের WAVES Summit-এ ‘রামায়ণ’ টিম ঠিক কী চমক নিয়ে হাজির হয়!