দেশের অনলাইন জুয়ার প্রচারে যুক্ত তারকাদের তালিকা যেন দিন দিন দীর্ঘ হচ্ছে। যেখানে আগেই নাম এসেছিল সাকিব আল হাসান, চিত্রনায়িকা শবনম বুবলী ও মডেল পিয়া জান্নাতুলের, এবার সেই তালিকায় যুক্ত হলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে একটি রিলস ভিডিও শেয়ার করে মিথিলা নিজেই জানিয়েছেন, তিনি এখন অনলাইন স্পোর্টস অ্যাপ Crickex-এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
ভিডিওর ক্যাপশনে মিথিলা লেখেন, “নতুন এক যাত্রার সূচনা! Crickex-এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি দারুণ গর্বিত। এটা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে খেলার উত্তেজনা আর জয়ের আনন্দ একসঙ্গে মেলে। যারা সত্যিই খেলাকে ভালোবাসেন, তাদের জন্য এটাই Crickex-এ যোগ দেওয়ার সেরা সময়। চলুন, একসঙ্গে খেলি, জিতি আর প্রতিটি মুহূর্ত উদযাপন করি Crickex-এর সাথে!”
ভিডিওর ভেতরেও মিথিলাকে বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলতে শোনা যায়, “হাই, আমি তানজিয়া জামান মিথিলা, একজন অভিনেত্রী এবং পুরস্কারপ্রাপ্ত মডেল। আজ থেকে আমি শুরু করছি আমার নতুন যাত্রা — Crickex-এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। এটা একটি খুবই নির্ভরযোগ্য স্পোর্টস অ্যাপ। চলো, আমরা একসঙ্গে খেলি, জিতি Crickex-এর সাথে।”
এদিকে, অনেকেই প্রশ্ন তুলছেন, এই Crickex অ্যাপটি আদৌ কেবল খেলার প্ল্যাটফর্ম, নাকি এর আড়ালে চলছে অনলাইন জুয়ার ব্যবসা? কারণ, ইতিমধ্যেই দেশের একাধিক তারকা অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত থেকে বিপুল অঙ্কের অর্থ উপার্জন করছেন বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে।
তবে এ বিষয়ে মিথিলা বা Crickex কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।
সব মিলিয়ে, তারকাদের অনলাইন জুয়ার প্রচারে যুক্ত হওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারও চোখে এটি শুধুই একটি ‘স্পোর্টস অ্যাপ’-এর প্রচার, আবার কেউ কেউ এটিকে দেখছেন দেশের তরুণ সমাজের জন্য এক অশনি সংকেত হিসেবে।