Ridge Bangla

কাশ্মীর হামলায় শোকস্তব্ধ শ্রেয়া ঘোষাল, বাতিল করলেন গানের অনুষ্ঠান

কাশ্মীরের পহেলগামে গত ২২ এপ্রিল ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ভারতে। হামলার ভয়াবহতায় স্তব্ধ হয়ে গেছে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল স্তরের বিশিষ্টজনরাও। একই সঙ্গে বলিউড ও সংগীত জগতের অনেক তারকাও নিজেদের ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছেন। সেই তালিকায় যুক্ত হলেন বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পহেলগামে এই জঙ্গি হামলার পর শ্রেয়া ঘোষাল তার নির্ধারিত সংগীতানুষ্ঠান বাতিলের ঘোষণা দেন। শনিবার (২৬ এপ্রিল) একটি বিশেষ কনসার্টে মঞ্চ মাতানোর কথা ছিল তার। কিন্তু দেশের এই শোকাবহ পরিস্থিতিতে তিনি মনে করেছেন, এখন গান-বাজনা করার সময় নয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “আজ গান শোনার দিন নয়।”

শুধু অনুষ্ঠান বাতিল করেই থেমে থাকেননি শ্রেয়া। তিনি নিশ্চিত করেছেন, যারা টিকিট কেটেছিলেন, তাদের পুরো অর্থ যেন ফেরত দেওয়া হয়। শ্রোতাদের প্রতি তার এই দায়িত্বশীল আচরণ সংগীতপ্রেমীদের কাছেও প্রশংসিত হয়েছে।

শ্রেয়ার মতোই একই সিদ্ধান্ত নিয়েছেন আরেক বলিউড তারকা অরিজিৎ সিং। তিনিও ২৭ এপ্রিল চেন্নাইয়ে তার নির্ধারিত কনসার্ট বাতিল করেন এবং দর্শকদের টিকিটের টাকা ফেরতের ঘোষণা দেন।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগামে সংঘটিত এই জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিরীহ পর্যটক নিহত হন এবং গুরুতর আহত হন আরও ২০ জন। হামলার পরপরই দেশজুড়ে ব্যাপক নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। রাজনৈতিক নেতা, অভিনেতা, সংগীতশিল্পীসহ বিভিন্ন পেশার মানুষ সোচ্চার হয়ে হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন।

বিশেষ করে, শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিংয়ের মতো তারকারা শুধুমাত্র সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়ে থেমে থাকেননি; তারা নিজেদের সাংস্কৃতিক দায়িত্ববোধ থেকেও পদক্ষেপ নিয়েছেন। তাদের এমন মানবিক ও সংবেদনশীল সিদ্ধান্ত ভক্তদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে।

এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো, কণ্ঠশিল্পী বা তারকাদের কাছে শুধু বিনোদন নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকা জরুরি। শোকের এই মুহূর্তে শ্রেয়া ঘোষালের সংগীত বন্ধ রাখার সিদ্ধান্ত সত্যিকার অর্থেই সম্মানের দাবি রাখে।

আরো পড়ুন