Ridge Bangla

মস্কোয় আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’

মস্কোয় অনুষ্ঠিত হলো ৪৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান। এবারের আসরে প্রাত্যহিক জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘মাস্তুল’।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ছবির নির্মাতা মোহাম্মাদ নূরুজ্জামানের হাতে ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (জুরি)’ তুলে দেয় ফেডারেশন অব ফিল্ম সোসাইটি। একই দিন রাতে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী আয়োজন।

এর আগে সকালে ‘ফার্স্ট প্রাইজ’ অনুষ্ঠানে ‘মাস্তুল’ সিনেমাটি এই বিশেষ স্বীকৃতি অর্জন করে।

মস্কো থেকে নির্মাতা মোহাম্মাদ নূরুজ্জামান জানান, “‘মাস্তুল’-এর প্রিমিয়ারে দর্শক, চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। সিনেমাটি নিয়ে তাদের আগ্রহ এবং নানা প্রশ্ন আমার কাছে বড় অর্জন। এর সঙ্গে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির পক্ষ থেকে স্পেশাল মেনশন পাওয়া নিঃসন্দেহে ‘মাস্তুল’-এর জন্য একটি গুরুত্বপূর্ণ সম্মান।”

‘মাস্তুল’ সিনেমায় জলভাসি জাহাজী সম্প্রদায়ের জীবনের গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান ও সিফাত বন্যা। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণার দায়িত্বে রয়েছে টঙঘর টকিজ।

এছাড়াও, ‘ফার্স্ট প্রাইজ’ বিভাগে ভারতের খাসিয়া ভাষার ছবি এলেসিয়াম ‘নেটপ্যাক জুরি পুরস্কার’ অর্জন করে; পরিচালনা করেছেন প্রদীপ কুর্বা। রুশ চলচ্চিত্র সমালোচকদের জুরি পুরস্কার পেয়েছে আর্জেন্টিনার ছবি ‘নন স্ট্যান্ডার্ড থিংকিং’, পরিচালনায় ছিলেন মারিয়ানো ওয়াটার।

আরো পড়ুন