Ridge Bangla

অর্থ কেলেঙ্কারির অভিযোগ, মহেশ বাবুকে ইডির তলব

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় তারকা মহেশ বাবুকে অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তেলেঙ্গানার একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক অর্থ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই মহেশ বাবুর নাম সামনে এসেছে।

তেলেঙ্গানা পুলিশের দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে ইডি তদন্ত শুরু করে। অভিযোগ রয়েছে, ওই রিয়েল এস্টেট প্রতিষ্ঠানটি একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি করেছে এবং অবৈধভাবে অর্থ সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত ছিলেন মহেশ বাবু, ফলে অনেক সাধারণ বিনিয়োগকারী তার প্রতি আস্থা রেখেই সেখানে অর্থ লগ্নি করেন। পরে প্রতারণার শিকার হয়ে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

তবে সরাসরি জালিয়াতিতে মহেশ বাবুর জড়িত থাকার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, তিনি প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হলেও, এর ভেতরে চলা প্রতারণার বিষয়টি অজানা থাকাও সম্ভব।

পিটিআই আরও জানায়, মহেশ বাবু প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রায় ৫ কোটি ৯০ লাখ রুপি নিয়েছেন, যার মধ্যে ৩ কোটি ৫০ লাখ রুপি নগদে এবং বাকি অংশ চেকের মাধ্যমে পরিশোধ করা হয়। এসব লেনদেনের ব্যাখ্যা জানার জন্য তাকে ২৮ এপ্রিল হায়দরাবাদে ইডির দপ্তরে হাজির হতে বলা হয়েছে।

পুরো ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে এবং মহেশ বাবুর বক্তব্য পাওয়ার পর বিষয়টি আরও পরিষ্কার হবে বলে জানিয়েছেন ইডি কর্মকর্তারা।

আরো পড়ুন