Ridge Bangla

সুনীল শেট্টি বললেন, “আমার আগামী ছুটি কাশ্মীরে কাটবে”

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সাহসিকতার বার্তা দিলেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী ছুটিতে তিনি কাশ্মীর সফরে যাবেন এবং দেশবাসীকেও ভূস্বর্গ কাশ্মীর ভ্রমণের আহ্বান জানিয়েছেন।

লতা দিনানাথ মঙ্গেশকর পুরস্কার ২০২৫-এর অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীল শেট্টি বলেন, “এই মুহূর্তে আমাদের প্রত্যেক ভারতীয়ের উচিত ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যারা ভয় ও ঘৃণা ছড়াচ্ছে, তাদের প্ররোচনায় পা না দিয়ে আমাদের প্রমাণ করতে হবে, কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে।”

তিনি আরও যোগ করেন, “আগামী ছুটিতে প্রত্যেকের কাশ্মীরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের উপস্থিতিই হবে জঙ্গিদের বিরুদ্ধে শক্তিশালী বার্তা। কাশ্মীরকে বয়কট করা কোনো সমাধান নয়।”

সুনীল শেট্টি জানিয়েছেন, তিনি ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ব্যক্তিগত সফর অথবা শুটিংয়ের প্রয়োজনে কাশ্মীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার ভাষায়, “ভয়ের কাছে মাথা নত করা চলবে না। সন্ত্রাসের কাছে হার মানা আমাদের উদ্দেশ্য হতে পারে না।”

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পেহেলগামের বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক। আহত হন আরও অনেকে। ভারত সরকার নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

বর্তমানে সুনীল শেট্টি ‘হেরা ফেরি ৩’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি, পরিবার ও নাতনির সঙ্গে সময় কাটিয়ে জীবন উপভোগ করছেন তিনি।

আরো পড়ুন