Ridge Bangla

নতুন রেকর্ড গড়ল ‘জংলি’, একদিনে সর্বোচ্চ আয়

ঈদুল ফিতরে সীমিত সংখ্যক শো নিয়ে মুক্তি পাওয়া সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’ প্রথম দিন থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে। অধিকাংশ শো হাউসফুল থাকায় অনেক দর্শক টিকিট না পেয়ে ফিরে গেছেন। দর্শকের বিপুল চাহিদায় শো সংখ্যা বাড়ানো হয়েছে। শুধু সিনেপ্লেক্সেই নয়, সিঙ্গেল স্ক্রিনেও দুর্দান্ত সাড়া পাচ্ছে ছবিটি।

গত শুক্রবার (২৫ এপ্রিল) থেকে ‘জংলি’ মুক্তি পেয়েছে কানাডা, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশেও, যেখানে সিনেমাটি দর্শকদের কাছ থেকে প্রশংসা অর্জন করছে। মুক্তির ২৬তম দিনে এসে সিনেমাটি গড়েছে এক দিনে সর্বোচ্চ আয়-এর নতুন রেকর্ড। ২৬ এপ্রিল বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় হয়েছে ৩৫ লাখ ১১ হাজার টাকা, যা এখন পর্যন্ত ‘জংলি’র একদিনের সর্বোচ্চ গ্রস আয়ের রেকর্ড।

এই আনন্দের খবর জানিয়ে অভিনেতা সিয়াম আহমেদ এক ফেসবুক পোস্টে লেখেন, “আট বছরের শিশু থেকে আশি বছরের বৃদ্ধা—সবাই যখন কোনো সিনেমাকে নিজের করে নেয়, তখন এমন জাদুকরী কিছু ঘটবেই। মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র গ্রস কালেকশন প্রায় ৩৫.১১ লাখ টাকা! এটা এখন পর্যন্ত সিনেমাটির একদিনের সর্বোচ্চ আয়।”

দর্শকের ভালোবাসায় উচ্ছ্বসিত সিয়াম মনে করেন, ‘জংলি’ খুব দ্রুতই ফ্যামিলি ব্লকবাস্টারের স্বীকৃতি পেতে চলেছে। এম রহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদ ছাড়াও অভিনয় করেছেন বুবলী, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান এবং এরফান মৃধা শিবলু। টাইগার মিডিয়ার প্রযোজনায় নির্মিত এই সিনেমার গল্প লিখেছেন আজাদ খান এবং চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা।

আরো পড়ুন