Ridge Bangla

কোপা দেল রে ফাইনাল শিরোপা কার? রিয়াল নাকি বার্সার?

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ১১ বছর পর আবার কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। সেভিয়ার দে লা কার্তুহা স্টেডিয়ামে শনিবার রাতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ইতিহাসে এখন পর্যন্ত সাতবার এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে বার্সা-রিয়াল, যেখানে রিয়াল ৪ বার এবং বার্সা ৩ বার জয়ী হয়েছে।

বার্সেলোনা তাদের ফুটবল ইতিহাসে ৩২তম শিরোপা জিততে চায়, আর রিয়াল মাদ্রিদ চায় তাদের ২১তম ট্রফি অর্জন করতে। তবে রিয়ালের জন্য এই মিশন মোটেই সহজ হবে না। সদ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েছে লস ব্লাঙ্কোসরা। এর ওপর বার্সা কোচ হান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত ফর্মে রয়েছে। অভিষেক মৌসুমেই জার্মান কোচ ফ্লিক চারটি শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন।

এ বছর ইতিমধ্যেই বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপ জিতেছে, যেখানে তারা ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছিল। আজ রাতে চলতি মৌসুমে দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ সামনে রয়েছে তাদের। লা লিগায়ও কাতালানরা পাঁচ ম্যাচ হাতে রেখেই রিয়ালের চেয়ে চার পয়েন্ট এগিয়ে রয়েছে। রাফিনহা-ইয়ামালদের নেতৃত্বে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও টিকিট কেটেছে বার্সা, যেখানে তারা ইন্টার মিলানের মুখোমুখি হবে।

বার্সার ধারাবাহিক দাপট স্পষ্ট তাদের পরিসংখ্যানে। মায়োর্কাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে তারা এবং ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ঘরোয়া ফুটবলে কোনো ম্যাচ হারেনি। ফলে বার্সার আক্রমণভাগ সামলানো রিয়ালের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।

তবে ইতিহাস রিয়ালের পক্ষেও কথা বলে। সর্বশেষ দুই কোপা দেল রে ট্রফি (২০১১ এবং ২০১৪ সালে) রিয়ালের ঘরে গেছে, যেখানে তারা ফাইনালে বার্সাকে হারিয়েছিল। তবে বার্সা কোপা দেল রের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব, ইতোমধ্যে ৩১টি শিরোপা জিতেছে। সর্বশেষ শিরোপাটি এসেছিল ২০২০-২১ মৌসুমে।

বার্সা এবার রিয়াল মাদ্রিদকে এ মৌসুমে তৃতীয়বারের মতো হারাতে চায়। অক্টোবরে লিগ ম্যাচে বার্নাব্যুতে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা। অন্যদিকে রিয়াল ফাইনালে ওঠার আগে গেতাফেকে ১-০ গোলে হারিয়েছে। তবে আগের দুটি এল ক্লাসিকোতে পরাজিত হওয়ায় রিয়ালের আত্মবিশ্বাস কিছুটা কমে গেছে।

স্প্যানিশ লিগের শিরোপার ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে ১১ মে’র আরেক এল ক্লাসিকোতে। তবে তার আগে আজকের ফাইনাল ম্যাচে কে হাসবে শেষ হাসি—বার্সা না রিয়াল, সেটাই দেখার বিষয়।

আরো পড়ুন