মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেনাকর্তারা নিশ্চিত করেছেন, বেড়াতে আসা পর্যটকদের লক্ষ্য করেই হামলা চালানো হয়। এই হামলায় রক্তাক্ত হয় পহেলগাঁও, এবং সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বলিউড তারকারাও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
একসময় কাশ্মীরকে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থান বলে উল্লেখ করেছিলেন বলিউড তারকা সালমান খান। ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার শুটিংয়ের সময় তিনি পহেলগাঁও ও আরু ভ্যালির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। তবে মঙ্গলবারের হামলার পরে কাশ্মীর নিয়ে তার দৃষ্টিভঙ্গিতে বদল এসেছে।
সামাজিক মাধ্যমে সালমান খান লিখেছেন, “পৃথিবীর বুকে স্বর্গ যেন নরকে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথী। মনে রাখবেন, একজন নির্দোষকে হত্যা মানে গোটা পৃথিবীকে হত্যা করা।”
এছাড়া বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “ঠান্ডা মাথায় আমাদের দেশের লোকদের খুন করা হয়েছে। এই ঘটনা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। আমরা আর চুপ করে থাকব না। প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অনুরোধ করছি—এই ঘটনার যোগ্য জবাব দিন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন।”
কাশ্মীরের সাম্প্রতিক এই হামলা দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এর নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন।
কাশ্মীরিদের জন্য যা বললেন সালমান খান
বিনোদন ডেস্ক
মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেনাকর্তারা নিশ্চিত করেছেন, বেড়াতে আসা পর্যটকদের লক্ষ্য করেই হামলা চালানো হয়। এই হামলায় রক্তাক্ত হয় পহেলগাঁও, এবং সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বলিউড তারকারাও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
একসময় কাশ্মীরকে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থান বলে উল্লেখ করেছিলেন বলিউড তারকা সালমান খান। ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার শুটিংয়ের সময় তিনি পহেলগাঁও ও আরু ভ্যালির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। তবে মঙ্গলবারের হামলার পরে কাশ্মীর নিয়ে তার দৃষ্টিভঙ্গিতে বদল এসেছে।
সামাজিক মাধ্যমে সালমান খান লিখেছেন, “পৃথিবীর বুকে স্বর্গ যেন নরকে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথী। মনে রাখবেন, একজন নির্দোষকে হত্যা মানে গোটা পৃথিবীকে হত্যা করা।”
এছাড়া বলিউড অভিনেতা সঞ্জয় দত্তও তার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “ঠান্ডা মাথায় আমাদের দেশের লোকদের খুন করা হয়েছে। এই ঘটনা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। আমরা আর চুপ করে থাকব না। প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অনুরোধ করছি—এই ঘটনার যোগ্য জবাব দিন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন।”
কাশ্মীরের সাম্প্রতিক এই হামলা দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এর নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছেন।
আরো পড়ুন
ভোটের মাঠে থাকছে এক লাখ সেনা ও দেড় লাখ পুলিশ সদস্য: ইসি সচিব
এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়া সম্ভব নয়: নির্বাচন কমিশনার
শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ১০০ কোটি ডলারের বেশি ক্ষতির আশঙ্কা
নাশকতার প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার: অন্তর্বর্তী সরকারের বিবৃতি
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৭ জন ফিলিস্তিনি
অশ্লীল শব্দ ব্যবহার করে মাদুরোর সমালোচনা করলেন ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরও হতাশ ইউক্রেন
আব্রাহাম চুক্তিতে সৌদি আরব যুক্ত হবেন, আশা করছেন ট্রাম্প
আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতলো মরক্কো
ইতিহাস গড়ে প্রথমবার ফুটবল বিশ্বকাপে আফ্রিকার ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দে
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত
স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ফিরতি ম্যাচ আজ