Ridge Bangla

ফ্যাক্টরির সুপারভাইজর থেকে কোটিপতি মানিকগঞ্জের শ্রমিকলীগ নেতা

আকিজ টোব্যাকো ফ্যাক্টরির সুপারভাইজার পদে চাকরি করতেন শাহিনুর ইসলাম শাহিন। পরে আওয়ামী লীগের অঙ্গসংগঠন শ্রমিক লীগের এক প্রভাবশালী নেতার আশীর্বাদে শ্রমিক ট্রেড ইউনিয়ন গড়ে তোলেন এবং টাকার বিনিময়ে মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন। এর পর থেকে তার জীবন বদলে যেতে শুরু করে।

আওয়ামী লীগ সরকারের দলীয় প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত হয়ে রাতারাতি বিপুল সম্পদের মালিক হন শাহিন। বর্তমানে তার এলাকায় রয়েছে একটি ডুপ্লেক্স বাড়ি, একটি দুইতলা ভবন, দুটি ট্রাক এবং কোটি কোটি টাকার ব্যবসা।

প্রথম জীবনে শাহিন জীবিকার তাগিদে আকিজ টোব্যাকোতে চাকরি করতেন। ২০১৪ সালে জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পাওয়ার পর প্রায় দশ বছর ধরে শ্রমিক লীগের দায়িত্ব পালন করেন। এ সময়ই তার অর্থনৈতিক উত্থান শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, “আকিজ টোব্যাকোতে চাকরি করে কোটিপতি হওয়া সম্ভব না। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে শাহিন বিপুল সম্পদের মালিক হয়েছে। এখন পরিস্থিতি বদলেছে, তাই শাহিন জেলা বিএনপির এক নেতার সঙ্গে সখ্যতা গড়ার চেষ্টা করছেন। নিয়মিত দুধ ও মাছসহ নানা সামগ্রীও পাঠাচ্ছেন।”

মানিকগঞ্জের ছাত্র সমন্বয়ক রমজান মাহমুদ বলেন, “আওয়ামী লীগের দোসরদের অবৈধ সম্পদের হিসাব দিতে হবে। তারা জনগণের সম্পদ লুটে নিজেদের পকেট ভারী করেছে। আমরা দুদকের হস্তক্ষেপ কামনা করছি।”

তবে, এ বিষয়ে শাহিনুর ইসলাম শাহিন দাবি করেন, “আমি কোনো দুর্নীতি করিনি। ডিলারশিপ, জমির ব্যবসা ও ঠিকাদারি কাজের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করেছি। আমার কোনো অবৈধ সম্পদ নেই।”

আরো পড়ুন