কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় যখন ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনায়, ঠিক সেই সময় বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনারা ভারতীয় বাহিনীর কিছু নিরাপত্তা চৌকিতে গুলি ছোড়ে, যার জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়। ভারতীয় সামরিক সূত্রের দাবি, তারা কার্যকরভাবে জবাব দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এর আগে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে পাকিস্তানের সামরিক দূতাবাস কর্মকর্তাদের বহিষ্কার, ইন্দাস পানি চুক্তি স্থগিত এবং অটারি সীমান্ত দিয়ে স্থল পরিবহন বন্ধ করা।
জবাবে পাকিস্তানও ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, সিমলা চুক্তি বাতিল, ভারতের জন্য আকাশসীমা বন্ধ এবং বাণিজ্য স্থগিতসহ একাধিক পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে।