শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকার একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে এবং সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পুরোপুরি আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।