Ridge Bangla

নোয়াখালীর চরজব্বরে ধানে বিপ্লব

HMBD Foundation

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১ নম্বর চরজব্বর ইউনিয়নের কৃষিজীবী পরিবারগুলোয় এসেছে খুশির বার্তা। যেখানে একসময় কৃষকরা একরপ্রতি সয়াবিন চাষ করে আয় করতেন ১৫ থেকে ১৮ হাজার টাকা, এখন সেখানে ধান চাষ করে প্রতি একরে পাচ্ছেন প্রায় ৭০ থেকে ৭৫ হাজার টাকার ফলন!

এই কৃষি বিপ্লব সম্ভব হয়েছে এইচ এম বিডি ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় পরিচালিত একটি গভীর সেচ প্রকল্পের মাধ্যমে। দীর্ঘ ৫০-৬০ বছরের ইতিহাসে এই এলাকায় কখনও বাণিজ্যিকভাবে বোরো ধানের চাষ হয়নি। কিন্তু বন্যায় ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার পর হতাশ কৃষকদের পাশে দাঁড়ায় এই ফাউন্ডেশন। সেচ সুবিধা পেয়ে কৃষকরা প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বোরো ধানের আবাদ শুরু করেন।

চলতি মৌসুমে আধুনিক হাইব্রিড জাতের ধান চাষ করে কৃষকরা প্রতি একরে ৭০-৮০ মন পর্যন্ত ফলন পেয়েছেন, যা থেকে তারা একরপ্রতি প্রায় ৭৫ হাজার টাকা আয় করছেন। বিপরীতে আগে সয়াবিন চাষে একই জমিতে মিলত মাত্র ১০-১২ মন ফসল, যার বাজারমূল্য ১৫-১৮ হাজার টাকার বেশি হতো না। এই সাফল্যে অন্তত ৩৫-৪০টি কৃষক পরিবার সরাসরি লাভবান হয়েছে।

উন্নত প্রযুক্তি এবং সঠিক সহায়তা ও দিকনির্দেশনা থাকলে কৃষি খাতেই দেশের অর্থনৈতিক উন্নয়নের দ্বার খুলে দেওয়া সম্ভব। চরজব্বর ইউনিয়নের এই কৃষিবিপ্লব সেই সত্যই তুলে ধরেছে।

আরো পড়ুন