বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য আলাদা করে কোনো আন্দোলনের প্রয়োজন নেই। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোরও প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।
দুদু বলেন, “নির্বাচন ও সংস্কার—এ দুটি বিষয় নদীর স্রোতের মতো চলমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস সম্প্রতি ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন। পরে রাতারাতি প্রেস নোট দিয়ে জানানো হয়, নির্বাচন জুনে হবে। আমরাও চাই সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন হোক। এর জন্য আলাদা আন্দোলনের প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, “৩১ দফা শুধু বিএনপির নয়, বরং জাতীয় স্বার্থে জরুরি বিষয়গুলোর সারাংশ। বিএনপি ক্ষমতায় গেলে কী কী করবে, তার বিস্তারিত এই ৩১ দফার মধ্যেই রয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে এ ৩১ দফার বিকল্প নেই।”