টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বগুড়া ও ফেনীতে আইসিটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
ফয়েজ লিখেছেন, ‘দীর্ঘ দেড় যুগের আওয়ামী শাসনে শুধু রাজনৈতিকভাবে নয়, প্রশাসনিকভাবে ও ভৌগোলিকভাবে কিছু অঞ্চলও অবহেলিত ছিল। বিএনপি-প্রধান অঞ্চল যেমন বগুড়া, ফেনী কিংবা দরিদ্র-প্রধান এলাকা কুড়িগ্রাম, লালমনিরহাট কিংবা সীমান্তবর্তী জেলা যেমন সাতক্ষীরা, পার্বত্য চট্টগ্রাম প্রায়ই অবহেলিত থেকেছে।’
তিনি আরও বলেন, ‘আইসিটি ইনকিউবেশন সেন্টার স্থাপনের তালিকা রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল। এসব সেন্টার মূলত আওয়ামী প্রভাবশালী নেতাদের এলাকায় স্থাপন করা হয়েছে। বগুড়া আগে কোনো তালিকাতেই ছিল না, ফেনী একবার যুক্ত হলেও বাদ দেওয়া হয়। এবার আমরা এই রাজনৈতিক নির্বাচন পদ্ধতির অবসান ঘটাতে চাই।’
ফয়েজ আহমদ নিশ্চিত করেছেন, আইসিটি মন্ত্রণালয় নতুনভাবে বঞ্চিত অঞ্চলগুলোর জন্য প্রকল্প প্রস্তাবনা তৈরি করছে এবং ধাপে ধাপে এসব এলাকায় প্রযুক্তি-নির্ভর অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে।