অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেল হোবার্ট হারিকেন্স। প্রথম দল হিসেবে বিগ ব্যাশের এবারের আসরের প্লে-অফে উঠেছে রিশাদ হোসেনদের হোবার্ট হারিকেন্স। বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়ে গেলে ভাগ্যের চাকা হারিকেন্সের দিকে চলে যায়। ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলেই প্রথম দল হিসেবে এবারের আসরের প্লে-অফ নিশ্চিত করেছে রিশাদ হোসেনের দল। টুর্নামেন্টজুড়ে চোখে পড়ার মতো বোলিংয়ে দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন এই বাংলাদেশি লেগ স্পিনার।
এবারই প্রথম বিগ ব্যাশে খেলছেন রিশাদ। প্রথমবার খেলতে গিয়েই দেখালেন বাজিমাত। প্রথমবারই দলকে প্লে-অফে তুলতে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। বল হাতে ওভারপ্রতি ৭.৬৩ গড়ে ১১ উইকেট নিয়ে দলের অন্যতম সেরা বোলার রিশাদ। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে টুর্নামেন্টে স্পিনারদের মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ।
৯ ম্যাচে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সফলতম স্পিনার হিসেবে নিজেকে প্রমাণ করা বাংলাদেশের রিশাদ হোসেন এদিন বোলিং করার সুযোগ পাননি। মাত্র ৫ ওভার খেলার পর বৃষ্টি শুরু হলে রিশাদ এই ম্যাচে আর বোলিং করার সুযোগ পাননি।
ম্যাচটি ফলহীনভাবে শেষ হওয়ায় দুই দলই এক পয়েন্ট করে ভাগ করে নিয়েছে। এই ম্যাচে এক পয়েন্ট পাওয়ার ফলে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই বর্তমান চ্যাম্পিয়নদের নকআউট পর্ব নিশ্চিত হলো।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় ছাড়াই রোববার প্লে-অফ নিশ্চিত করেছে হারিকেন্স। সিডনিতে টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। সিডনি পাঁচ ওভারে বিনা উইকেটে ৩২ রান করার পরই শুরু হয় বৃষ্টি। ব্যাটিংয়ে ছিলেন স্মিথ ও বাবর আজম, কিন্তু ৫ ওভার পর বৃষ্টি শুরু হলে পরবর্তীতে তাদের আর ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি। বৃষ্টি বিঘ্ন ঘটানোয় প্রায় দুই ঘণ্টা অপেক্ষা শেষে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
রোববার (১১ জানুয়ারি) সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যাওয়ায় হোবার্ট হারিকেন্সের প্লে-অফ নিশ্চিত হয়।
৯ ম্যাচ শেষে হোবার্টের পয়েন্ট ১৩। টেবিলের ৫, ৬, ৭ ও ৮ নম্বরে থাকা দলগুলোর পক্ষে তাদের ধরা সম্ভব না। কারণ ৮ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা ব্রিসবেন হিটের ম্যাচ বাকি ২টি, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগাদসের ৩টি করে ম্যাচ বাকি থাকলেও তাদেরও হিটের মতো সর্বোচ্চ ১২ পয়েন্ট অর্জন করা সম্ভব। বিগ ব্যাশে রিশাদের আগে একমাত্র বাংলাদেশি হিসেবে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের।
বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হোবার্ট তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার ব্রিসবেন হিটের মুখোমুখি হবে।