Ridge Bangla

ইতালিতে প্রথমবার বন্দীদের জন্য ‘যৌন কক্ষ’

ইতালিতে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘যৌন কক্ষ’ উন্মোচন করা হয়েছে। আদালতের এক রায়ের পর বন্দীদের ‘ঘনিষ্ঠ সাক্ষাতের’ অধিকার স্বীকৃত হওয়ায় মধ্য ইতালির উমব্রিয়া অঞ্চলের টার্নি শহরের একটি কারাগারে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে।

এই কারাগারে এক বন্দীর নারী সঙ্গীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়, যা সফল প্রয়োগ হিসেবে বিবেচনা করা হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সফল প্রয়োগ হওয়ায় ভবিষ্যতে আরও দম্পতিকে এ ধরনের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উমব্রিয়ার বন্দী অধিকার রক্ষাকারী প্রতিনিধি জিউসেপে কাফোরিও ইতালির সংবাদ সংস্থা ANSA-কে বলেন, “আমরা বলতে পারি এটি এক ধরনের সফল পরীক্ষা ছিল এবং আগামী কয়েক দিনের মধ্যে আরও কিছু সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। তবে এতে জড়িত ব্যক্তিদের গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

২০২৪ সালের জানুয়ারিতে ইতালির আদালত রায় দিয়েছিল, বন্দীদের স্ত্রী বা দীর্ঘমেয়াদি সঙ্গীর সঙ্গে প্রহরীহীন ব্যক্তিগত সাক্ষাতের অধিকার থাকা উচিত। রায়ে আরও বলা হয়, এই সাক্ষাতের জন্য তালাবিহীন কক্ষ, বিছানা ও টয়লেটসহ একটি আলাদা ঘর প্রস্তুত রাখতে হবে যেখানে একসঙ্গে দুই ঘণ্টা পর্যন্ত সময় কাটানো যাবে।

উল্লেখযোগ্যভাবে, ইতালি এই সিদ্ধান্তে ইউরোপের অন্যান্য দেশের পাশে অবস্থান নিল। ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস এবং সুইডেনের মতো দেশগুলোতে বন্দীদের জন্য আগেই এ ধরনের ব্যবস্থা চালু রয়েছে।

আরো পড়ুন