Ridge Bangla

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে অতর্কিত গুলিতে ছয়জন নিহত, সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে একাধিক স্থানে অতর্কিত বন্দুক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সহিংস এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও শোকের আবহ তৈরি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) রাতে মিসিসিপির ক্লে কাউন্টিতে এ গুলির ঘটনা ঘটে। আলাবামা অঙ্গরাজ্যের সীমান্তসংলগ্ন ওয়েস্ট পয়েন্ট শহর ও এর আশপাশের এলাকায় তিনটি পৃথক স্থানে গোলাগুলির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট।

শেরিফ এডি স্কট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, সহিংস এই ঘটনায় একাধিক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, যা পুরো সম্প্রদায়ের জন্য গভীর বেদনার। স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউটিভিএ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, একই রাতে তিনটি আলাদা স্থানে গুলির ঘটনায় মোট ছয়জন নিহত হন।

ঘটনার পরপরই অভিযানে নেমে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে বার্তা সংস্থা রয়টার্স শেরিফ স্কট ও ক্লে কাউন্টি শেরিফ বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। নিহতদের পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

This post was viewed: 7

আরো পড়ুন