আইপিএল ম্যাচ শেষে মাঠের এক হৃদয়ছোঁয়া মুহূর্তে ধরা পড়লেন বলিউড অভিনেত্রী ও পাঞ্জাব কিংস-এর সহ-মালিক প্রীতি জিনতা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার ভিরাট কোহলি। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে প্রীতির সঙ্গে আন্তরিকভাবে কথা বলছেন কোহলি, আর সে সময় নিজের মোবাইলে কিছু দেখান তাঁকে।
রবিবারের ম্যাচে ভিরাট কোহলি অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলে দলকে ৭ উইকেটে জেতান। ম্যাচের শেষে প্রতিপক্ষ দল পাঞ্জাব কিংস-এর সহ-মালিক প্রীতি জিনতা মাঠে এসে ভিরাটকে অভিনন্দন জানান। দুজনকে তাঁদের দলের জার্সি পরিহিত অবস্থায় হাসিমুখে আলাপ করতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, ভিরাট কোহলি নিজের মোবাইল ফোন বের করে কিছু একটা দেখাচ্ছেন প্রীতিকে, আর তিনি মনোযোগ দিয়ে তা দেখছেন এবং পরক্ষণেই হাসছেন। ভক্তদের অনেকে মনে করছেন, কোহলি হয়তো আনুশকা শর্মার সঙ্গে তাঁর সন্তান ভামিকা ও আকায়ের ছবি দেখিয়েছেন।
নেটিজেনদের প্রতিক্রিয়ায় আনন্দ প্রকাশ পাওয়া গেছে। একজন লিখেছেন, “ভিরাট নিশ্চয়ই আকায়ের ছবি দেখাচ্ছিলেন।” আরেকজন মন্তব্য করেন, “প্রীতির সেই শান্ত হাসি দেখে মনে হচ্ছে, কিছু স্পেশালই দেখেছেন।” এই মুহূর্তকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে যায়। কেউ বলছেন, “এটা একেবারে ‘ভীর-জারা’ মুহূর্ত”, আবার কেউ বলছেন, “খেলাধুলা আর তারকাদের বন্ধুত্বের এক অনন্য নিদর্শন।”
উল্লেখ্য, ভিরাট ও আনুশকা তাঁদের সন্তানদের ব্যক্তিগত জীবন মিডিয়া থেকে দূরে রাখতে বরাবরই সচেতন থেকেছেন। তাঁরা এখনো পর্যন্ত কোনো ছবিই সামাজিক মাধ্যমে প্রকাশ করেননি।
এদিকে, প্রীতি জিনতা দীর্ঘ সাত বছর পর বড় পর্দায় ফিরছেন ‘লাহোর ১৯৪৭’ ছবির মাধ্যমে, যেখানে সানি দেওল, শাবানা আজমি ও আলি ফজলের মতো তারকারা অভিনয় করছেন। ছবিটি পরিচালনা করছেন রাজকুমার সান্তোশি ও প্রযোজনায় রয়েছেন আমির খান। মুক্তির সম্ভাব্য সময় ২০২৬ সাল।