Ridge Bangla

সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২৬ জন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরাচিথুলিয়া গ্রামে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে নারীসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন। রোববার সকালে ফকির ও সরকার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ইট-পাটকেল নিক্ষেপ, দেশীয় অস্ত্রের ব্যবহার এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শনিবার রাতে গ্রামের একটি ইসলামি জালসায় ওয়াজ শোনার সময় দুই শিশুর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। শিশু নিরব ও শিমুলের মধ্যে মারপিটকে কেন্দ্র করে পরদিন সকালে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে জিয়ারুল ফকির ও মাহফুজ সরকার গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশের তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে কমপক্ষে ১০টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের শিকার হয়। সংঘর্ষে আহতদের মধ্যে ১৭ জনকে পাবনার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সংঘর্ষের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 10

আরো পড়ুন