Ridge Bangla

বিকল্প ভেন্যু শ্রীলঙ্কাকে আইসিসি সম্মতি না দিলে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না: আসিফ আকবর

মোস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা বাতিল করে ভারতীয় ক্রিকেট বোর্ড, যেটির কারণ হিসেবে তারা নিরাপত্তা ইস্যুকে সামনে এনেছে। এমনি এক মুহূর্তে এই ইস্যু সামনে এসেছে, যার কিছুদিন পরই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট।

ভারত যেমন নিরাপত্তা ইস্যু দেখিয়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলা থেকে বঞ্চিত করেছে, ঠিক তার উপযুক্ত জবাব হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত এই অবস্থানেই অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদি বিকল্প ভেন্যু শ্রীলঙ্কা চূড়ান্ত না করা হয়, তাহলে বাংলাদেশ এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে বোর্ড পরিচালক আসিফ আকবর এটি জানিয়েছেন। বোর্ড পরিচালক আসিফ আকবরের ভাষ্যমতে, আইন, ক্রীড়া, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের সমর্থন নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আইসিসি যদি এই ভেন্যুতে সম্মতি না দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে না।

আসিফ আকবর ভারতে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে কথা বলতে গিয়ে বারবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলেন, খেলোয়াড়, মিডিয়া ও দর্শকদের যদি ঝুঁকিপূর্ণভাবে ভারতে পাঠানো হয়, তাহলে যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আসিফ আকবর আরও বলেন, “আমরা জানি যে অলরেডি ওই দেশে প্রচুর পরিমাণে পলাতক ফ্যাসিস্ট রয়েছে এবং তারা ক্রিমিনাল। তারা বড় ধরনের ক্রাইম করার সুযোগ খুঁজছে এবং তাদেরকে দেশের পুলিশও খুঁজছে, এবং তারা ওয়ান্টেড। তারা ওখান থেকে এসে এসে ক্রাইম করে আবার ওখানে পালিয়ে যাচ্ছে। তো এমন একটা অনিশ্চয়তার মধ্যে তো আমরা কাউকেই দায়িত্ব দিতে পারি না। তার মধ্যে ভিসা জটিলতা আছে।

এসব বিষয় বিবেচনায় নিয়েই আমরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে সম্মতি না দিলে আমরা এবার ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে কোনোভাবেই অংশগ্রহণ করব না।”

This post was viewed: 16

আরো পড়ুন