জাতীয় অত্যাবশ্যকীয় ২৯৫টি ওষুধের নতুন তালিকা প্রকাশ করেছে সরকার। হালনাগাদ এই তালিকায় নতুন করে ১৩৬টি ওষুধ অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। ডা. সায়েদুর রহমান জানান, তালিকাভুক্ত এসব ওষুধের মূল্য সরকার নির্ধারণ করবে এবং বর্তমান সরকারের মেয়াদেই তা কার্যকর করা হবে।
তিনি আরও জানান, দেশে ওষুধের ওপর মূল্য নির্ধারণ না থাকায় অনেক প্রয়োজনীয় ওষুধ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল। এ প্রেক্ষাপটেই অত্যাবশ্যক ওষুধের তালিকা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকায় হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের প্রয়োজনীয় ওষুধ রাখা হয়েছে। তবে এ তালিকায় ক্যানসার চিকিৎসার ওষুধ অন্তর্ভুক্ত করা হয়নি।
ব্রিফিংয়ে উপস্থিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এসেনশিয়াল ড্রাগের সংখ্যা বাড়ানোর গাইডলাইন ইতোমধ্যে কেবিনেট থেকে অনুমোদন পেয়েছে। ফলে নতুন তালিকা বাস্তবায়নে আর কোনো বাধা নেই।