বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবার এবং তাদের ঘনিষ্ঠ গডফাদারদের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। রোববার (২১ এপ্রিল) লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় তিনি এই দাবি জানান।
এ্যানি বলেন, “আওয়ামী লীগ আবারও দেশে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে। ঢাকাসহ বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল করে আতঙ্ক ছড়াচ্ছে। এসব কর্মকাণ্ড জনগণ ভুলে যায়নি—খুন, গুম, নির্যাতন, দুঃশাসনের ভয়াল ইতিহাস এখনো তাজা।”
তিনি আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের আগপর্যন্ত বিএনপি সাংগঠনিকভাবে কাজ করতে পারেনি। এখন সেই সুযোগ তৈরি হয়েছে এবং দলকে নতুনভাবে সংগঠিত করার সময় এসেছে। তিনি দলের নেতাকর্মীদের সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান।
এ সময় তিনি অভিযোগ করেন, “হেলমেট বাহিনীর হাতে থাকা অস্ত্র এবং বিভিন্ন থানায় লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সরকারকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি স্বৈরাচারী শক্তিতে পরিণত হয়েছে। জনগণের দাবি ও নিরাপত্তার স্বার্থে এই স্বৈরতান্ত্রিক শক্তিকে কঠোরভাবে দমন করতে হবে।