Ridge Bangla

গাজাবাসীর পাশে দাঁড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি

হলিউড অভিনেত্রী ও মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি আবারও গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে আলোচনায় এসেছেন। স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ (MSF)-এর একটি প্রতিবেদন শেয়ার করেন তিনি।

জোলির শেয়ার করা পোস্টে লেখা হয়েছে, “ইসরায়েলি বাহিনী যখন আকাশপথ, স্থলপথ ও সমুদ্রপথে গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু ও সম্প্রসারিত করছে, তখন জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করার মাধ্যমে ফিলিস্তিনিদের জীবনব্যবস্থা আবারও পদ্ধতিগতভাবে ধ্বংস করা হচ্ছে।”

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, “গাজায় ইসরায়েলি প্রাণঘাতী হামলা মানবিক সহায়তা ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ওপর সরাসরি হুমকি তৈরি করেছে।”

উল্লেখ্য, অ্যাঞ্জেলিনা জোলি অতীতেও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন সংকটময় অঞ্চলের মানুষের পক্ষে সরব হয়েছেন। জাতিসংঘের সাবেক বিশেষ দূত হিসেবে তিনি দীর্ঘদিন মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত ছিলেন।

আরো পড়ুন