Ridge Bangla

দিল্লি সফরে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট

তিন দিনের সফরে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি ও বৈশ্বিক বাণিজ্যের অস্থিরতার মধ্যে এই সফরকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।

বিবিসি জানিয়েছে, সফরের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জেডি ভ্যান্সের বৈঠক হবে। আলোচনায় থাকবে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অগ্রাধিকার। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করেরও এ আলোচনায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সফরে ভ্যান্সের সঙ্গে রয়েছেন তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা ভ্যান্স, তাদের তিন সন্তান এবং মার্কিন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা।

মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। সাম্প্রতিক সময়ে উভয় পক্ষ একাধিক দফায় এই চুক্তি চূড়ান্ত করতে আলোচনা করেছে। সূত্র বলছে, মোদি-ভ্যান্স বৈঠকে চুক্তি দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা জোরালো হতে পারে। একই সঙ্গে দুই দেশের শুল্কনীতি ও বাণিজ্য ভারসাম্য নিয়েও আলোচনা হবে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির প্রেক্ষাপটে জেডি ভ্যান্সের ভারত সফরকে কৌশলগত গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরো পড়ুন