Ridge Bangla

জিম্বাবুয়ের বিপক্ষে ২৫ রানে পিছিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২৭৩ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে দিন শেষে ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করেছে টাইগাররা।

জিম্বাবুয়ে দ্বিতীয় দিন চা-বিরতির সময় ২২ রানের লিডে ৬ উইকেট হারিয়ে ২১৩ রানে ছিল। তবে বাকি উইকেট তুলে নেওয়ার লক্ষ্যে নামলেও বাংলাদেশি ফিল্ডারদের একাধিক ক্যাচ মিস এবং দুর্বল ফিল্ডিংয়ের কারণে জিম্বাবুয়ের শেষ উইকেটগুলো তুলে নিতে সময় লেগে যায়। লিড বেড়ে দাঁড়ায় ৮২ রানে। শেষ পর্যন্ত ২৭৩ রানে অলআউট হয় সফরকারীরা।

বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেন মেহেদি হাসান মিরাজ, ৫২ রানে নেন ৫ উইকেট। পেসার নাহিদ রানা ৭৪ রানে নেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। ১৩ রানের মাথায় স্লিপে ক্যাচ তুলে দিয়ে ৪ রানে আউট হন সাদমান ইসলাম। এরপর ওপেনার মাহমুদুল হাসান জয় ও মমিনুল হক দলকে আর কোনো বিপদে পড়তে না দিয়ে দিন শেষ করেন।

মমিনুল হক ১৫ ও জয় ৩২ রানে অপরাজিত থেকে আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৭, এখনো ২৫ রানে পিছিয়ে।

আরো পড়ুন