ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমার আলোচিত ছবি ‘বরবাদ’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে। মুক্তির প্রথম ২০ দিনেই সিনেমাটি টিকিট বিক্রি থেকে আয় করেছে ৫০ কোটি ৮২ লাখ টাকা। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এর আগে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হয়েছিল ইধিকার।
প্রযোজকরা আশা করছেন, ‘বরবাদ’ শিগগিরই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে। সিনেমাটির ওটিটি স্বত্ব এখনো বিক্রি হয়নি, যা থেকে আরও বড় অঙ্কের আয় আসবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি এখনো দেশের প্রেক্ষাগৃহগুলোতে সফলভাবে চলছে ছবিটির প্রদর্শনী।
ঈদে একচেটিয়া ব্যবসা করে ইতোমধ্যেই ‘বরবাদ’ ঢালিউডে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এর আগের সর্বোচ্চ আয় করা সিনেমাও ছিল শাকিব খানের অভিনীত, রায়হান রাফী পরিচালিত ‘তুফান’, যার গ্রস কালেকশন ছিল প্রায় ৫৬ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, শাকিব খান এবার নিজেই নিজের রেকর্ড ভাঙতে যাচ্ছেন।