Ridge Bangla

মেয়ের প্রেম নিয়ে যে তথ্য দিলেন কাজল

বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি তার কন্যা নাইসা দেবগনের প্রেম সংক্রান্ত বিষয়ে মুখ খুলেছেন। নাইসা এখনো বলিউডে পা রাখেননি, কিন্তু ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়েছে। প্রায়ই বন্ধুদের সঙ্গে মুম্বাইয়ের রেস্তোরাঁয় দেখা যায় তাকে। এমনকি কিছু ভিডিও ঘিরে তাকে মাদকাসক্ত বলেও অভিযোগ তুলেছেন অনেকে, যদিও এর সত্যতা নিশ্চিত নয়।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নাইসার প্রেমের বিষয়ে কাজল বলেন, “নাইসা আমাকে সব জানায়, কিন্তু ওর বাবাকে (অজয় দেবগন) কিছু বলতে সাহস পায় না। আমি মজা করে বলি, যদি নাইসা প্রেমের কথা বাবাকে জানায়, তাহলে অজয় বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে যাবে।” তিনি আরও বলেন, “আমি চাই ও নিজের মতো করে জীবন উপভোগ করুক, তবে দায়িত্বশীলভাবে, সীমার মধ্যে থেকে।”

এক গণমাধ্যমে কাজল বলেন, “নিশ্চিতভাবে নাইসা প্রেমের বিষয়ে অজয়ের সঙ্গে কথা বলে না। কারণ, সে ভয় পায় অজয় এমন কিছু করে বসবেন যাতে পরিস্থিতি বিব্রতকর হয়ে ওঠে।” অন্যদিকে, অজয় দেবগন জানিয়েছেন, ছেলে যুগ তার সঙ্গে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলে। তিনি বলেন, “যুগ আমার সঙ্গে খুব খোলামেলা, আমরা সব বিষয়েই আলোচনা করি।”

বর্তমানে নাইসা বিদেশে পড়াশোনায় ব্যস্ত। গুঞ্জন উঠলেও এখনো পর্যন্ত অভিনয়ে নাম লেখাননি তিনি। অন্যদিকে, কাজল তার নতুন ছবি ‘মা’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

আরো পড়ুন