জনপ্রিয় জাদুকরী কিশোর হ্যারি পটারকে নিয়ে নতুন সিরিজ তৈরি করতে যাচ্ছে এইচবিও। ইতোমধ্যে সিরিজটির জন্য কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর নাম আলোচনায় এসেছে। তবে হ্যারি, রন এবং হারমায়োনি—এই তিন প্রধান চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনও ঘোষণা করা হয়নি।
ডাম্বলডোরের চরিত্রে অভিনেতা জন লিথগোর নাম শোনা যাচ্ছে। স্নেপ চরিত্রে দেখা যেতে পারে পাপা এসিয়েডুকে। ম্যাকগনাগল চরিত্রে অভিনয় করবেন জানেট ম্যাকটিয়ার। হ্যাগ্রিড হিসেবে দেখা যাবে কমেডিয়ান ও অভিনেতা নিক ফ্রস্টকে। এছাড়া প্রফেসর কুইরেল চরিত্রে থাকবেন লুক থ্যালন এবং কেয়ারটেকার ফিলচ চরিত্রে দেখা যাবে পল হোয়াইটহাউজকে।
সিরিজটির শো-রানার হিসেবে কাজ করছেন ‘সাকসেশন’ ও ‘হিজ ডার্ক ম্যাটারিয়ালস’-এর জন্য পরিচিত ফ্রান্সেসকা গার্ডিনার। প্রযোজক এবং পরিচালক হিসেবে যুক্ত থাকছেন মার্ক মাইলড।
এইচবিও জানিয়েছে, সিরিজটির শুটিং শুরু হবে ২০২৬ সালের শেষ দিকে এবং সেটি মুক্তি পাবে তাদের নিজস্ব প্ল্যাটফর্ম ‘এইচবিও ম্যাক্স’-এ।
ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন হ্যারি, রন ও হারমায়োনির চরিত্রে কাদের দেখা যাবে, সেই ঘোষণা শোনার জন্য।