চট্টগ্রাম নগরীর মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমা হামলায় সিএনজি অটোরিকশায় থাকা দুই নারী দগ্ধ হয়েছেন।
রবিবার (২০ এপ্রিল) ভোর চারটার দিকে তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। দগ্ধ দুই নারীর নাম লায়লা বেগম (৫০) ও তার পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০)।
পেট্রোলবোমার আঘাতে তারা গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে লায়লা বেগমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, “দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমার আঘাতে দুজনই দগ্ধ হয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পেছনের কারণ ও দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এই পোস্টটি পাঠ হয়েছে: ১২