Ridge Bangla

আবারো বিতর্কে উর্বশী

বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলা আবারও বিতর্কে জড়ালেন নিজের সৌন্দর্য ও জন্মস্থান উত্তরাখণ্ডকে কেন্দ্র করে করা কিছু মন্তব্যকে ঘিরে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে উর্বশী নিজেকে “স্বাভাবিকভাবে সুন্দর” দাবি করে বলেন, “উত্তরাখণ্ডের মানুষ এমনিতেই লম্বা, ফর্সা ও সুন্দর। আমি তো এখানকারই মানুষ। আমার মধ্যে কিছুই কৃত্রিম নয়।”

তিনি আরও বলেন, “আমার বাবাকেই দেখুন। তাঁর উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। ফর্সা, সুন্দর ও একেবারে সুপার মডেলের মতো।” এই মন্তব্য সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তোলে। কেউ বলেন, “নিজেকে নিয়ে আপনি এত অহংকার করেন কীভাবে?”, আবার কেউ তির্যকভাবে মন্তব্য করেন, “আপনার কথা শোনার জন্য একজন আলাদা লোক নিয়োগ করুন।”

এই বিতর্ক থেমে না-থেমে আরও জোরালো হয় যখন উর্বশী দাবি করেন, বদ্রিনাথ মন্দিরের পাশে তাঁর নামে একটি ‘উর্বশী মন্দির’ রয়েছে, যেখানে ভক্তরা তাঁকে প্রণাম করতে আসেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি একেবারেই সিরিয়াস। ওখানে আমার নামে মন্দির রয়েছে।” পরে আবদারের ছলে যোগ করেন, “এবার দক্ষিণেও আমার নামে একটি মন্দির চাই, কারণ সেখানে অনেক ছবিতে কাজ করেছি।”

তাঁর এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন উত্তর ভারতের অনেক পুরোহিত ও ধর্মীয় নেতারা। বিতর্কিত মন্তব্যের ইতিহাসে এর আগেও উর্বশী চর্চার কেন্দ্রে ছিলেন। কিছুদিন আগে শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনা টেনে কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি।

আরো পড়ুন