Ridge Bangla

পুরো যুক্তরাষ্ট্রেই ট্রাম্পের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদে দেশটির ৫০টি রাজ্যজুড়ে একযোগে বিক্ষোভ হয়েছে। ‘৫০৫০১’ নামে পরিচিত এই আন্দোলনের অর্থ—‘৫০টি বিক্ষোভ, ৫০টি রাজ্য, একটি আন্দোলন’। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের ২৫০তম বার্ষিকী সামনে রেখে এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়। খবর বিবিসি ও রয়টার্স-এর।

স্থানীয় সময় শনিবার নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগোসহ যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান শহরে হাজারো মানুষ রাস্তায় নামে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি, সরকারি চাকরি ছাঁটাই, গাজা ও ইউক্রেন ইস্যুতে নীতির বিরোধিতা করে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীদের ‘ওয়ার্কার শুড হ্যাভ দ্য পাওয়ার’, ‘নো কিনশিপ’, ‘স্টপ আর্মিং ইসরায়েল’, ‘ইমিগ্রেন্টস আর ওয়েলকাম হেয়ার’ সহ নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে দেখা যায়।

বিভিন্ন শহরে অভিবাসন নীতির বিরুদ্ধে এবং অভিবাসীদের পক্ষে স্লোগান দেন বিক্ষোভকারীরা। কেউ কেউ ফিলিস্তিনি পতাকা হাতে বা কেফিয়েহ গলায় জড়িয়ে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান জানান এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান তোলেন।

ওয়াশিংটন মনুমেন্টের সামনে দেখা যায়, বিভিন্ন ব্যানারে লেখা—‘ঘৃণা কোনো জাতিকে মহান করে না’ এবং ‘সবার জন্য সমান অধিকার মানে আপনার অধিকার কমে যাওয়া নয়’।

এই আন্দোলনের প্রথম বড় পরিসরের আয়োজন হয়েছিল ৫ এপ্রিল, নাম ছিল ‘হ্যান্ডস অফ’। মূল আয়োজক ছিল নাগরিক অধিকারভিত্তিক সংগঠন ‘ইনডিভিজিবল’। আগামী ১ মে ‘মে ডে স্ট্রং’ শিরোনামে আবারও দেশজুড়ে বিক্ষোভ আয়োজনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন